ঢাকা, ২৪ আগস্ট রোববার, ২০২৫ || ৮ ভাদ্র ১৪৩২
good-food
৪৭২

করোনা ভ্যাকসিন ইস্যুতে গুজব ঠেকাবে ফেসবুক 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১৬ ১২ ফেব্রুয়ারি ২০২১  

করোনাভাইরাস ও এর ভ্যাকসিন ইস্যুতে সবধরনের গুজব প্রতিহতের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। গত বছরের ডিসেম্বরেও এ বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছিল প্রতিষ্ঠানটি। করোনা ও ভ্যাকসিন ইস্যুতে যে মিথ্যা তথ্যগুলো সরানো হবে, তার একটি তালিকা তৈরি করেছে ফেসবুক।  

 

এগুলো হলো—


ক.করোনা একটি মানবসৃষ্ট ভাইরাস।


খ.করোনা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ভ্যাকসিন অকার্যকর।


গ.এমন ভ্যাকসিন নেওয়ার চেয়ে করোনায় আক্রান্ত হওয়া উত্তম।


ঘ. ভ্যাকসিন খুবই মারাত্মক, এটি নিলে প্রতিবন্ধি হওয়ার আশঙ্কা থাকে।


ফেসবুক জানায়, গুজব ছড়ানো বন্ধে শিগগিরই তারা কার্যক্রম শুরু করবে। এ ধরনের তথ্য ছড়ানো গ্রুপ, পেজ ও অ্যাকাউন্টের প্রতি তারা নজর রাখবে।  এছাড়া, যেসব অ্যাকাউন্ট থেকে বারবার এমন তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোকে ব্লক করা হবে।


প্রতিষ্ঠানের মুখপাত্র জানান, ভ্যাকসিন সম্পর্কে সঠিক তথ্য এবং কোথায় গেলে ভ্যাকসিন গ্রহণ করা যাবে, তা জানাতে কাজ করছে ফেসবুক। এদিকে ফেসবুকের তৈরি করা তালিকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞ মহল। 

সূত্র: দ্য ভার্জ